সোনালী ব্যাংকের স্টেটমেন্ট এখন অনলাইনেই!

সোনালী ব্যাংকের স্টেটমেন্ট এখন অনলাইনেই পেয়ে যাবেন খুব সহজে সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে। আগে কিছু দিনের স্টেটমেন্ট দেখা গেলেও পুরো বছরের স্টেটমেন্ট পেতে গেলে ব্যাংকে দৌড়ানো লাগতো।

সেই দিনের অবসান করলো সোনালী ব্যাংক। এখন যাদের সোনালী ব্যাংকে একাউন্ট আছে ও সোনালী ই-ওয়ালেট ব্যবহার করেন, তারা খুব সহজে এক বছরে ব্যাংক স্টেটমেন্ট ই-মেইলে পেতে পারেন।

এর জন্যে কিছু ধাপ অবলম্বন করতে হবে। এসব বিষয় নিচে আলোচনা করা হলো ধাপে ধাপে।

সোনালী ব্যাংকের স্টেটমেন্ট অনলাইনে পাওয়ার ধাপঃ

  • প্রথমে আপনার মোবাইলে সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি আপডেট করে নিতে হবে, যদি আপডেট করা না থাকে।
  • এরপর, নাম্বার ও গোপন পিন দিয়ে অ্যাপসে প্রবেশ করলে Services  নামে একটা অপশন দেখতে পাবেন।
  •  এর ভিতরে প্রবেশ করলে Account Statement in Email নামে একটা অপশন পাবেন।
  • Account Statement in Email ক্লিক করে ১২ মাসের জন্যে তারিখ সেট করে পিন দিন।
  • কিছুক্ষণের মাধ্যমেই আপনার ইমেইলে কাঙ্ক্ষিত ই-স্টেটমেন্ট পেয়ে যাবেন।
সোনালী ব্যাংকের স্টেটমেন্ট এখন অনলাইনেই!

আরও পড়ুন

Leave a Reply