ঈমান ভঙ্গের দশটি কারণ

ঈমান ভঙ্গের দশটি কারণ আলোচনা করা হল। ঈমান হচ্ছে মুসলমান হওয়ার জন্যে সবচেয়ে জরুরি অত্যাবশীয় বিষয়। এই ঈমান আনা ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। আবার বিভিন্ন কারণে এই ঈমান ভেঙে যেতে পারে। সেসব বিষয় আমাদের জানা উচিৎ। তা নিয়েই আমাদের আজকের আয়োজন।

ঈমান ভঙ্গের দশটি কারণ

১/ আল্লাহর সঙ্গে শরিক করা (সুরা মায়েদা: ৭২)

২/ মুশরিক-কাফেরদের কাফের মনে না করা।সুরা নিসা: ১৪)

৩/ নবীজি (স.)-এর ফায়সালার তুলনায় অন্য কারও ফয়সালাকে উত্তম মনে করা।(সুরা নিসা: ৬০)

৪/ মুহাম্মদ (স.)-এর আনিত কোনো বিধানকে অপছন্দ করা।(সুরা নিসা: ৬৫)

৫/ দীনের কোনো বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। (সুরা তওবা: ৬৫-৬৬)

৬/ জাদু করা । (সুরা বাকারা: ১০২)

৭/ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। (সুরা তাওবা: ২৩)

৮/ কাউকে দীন-শরিয়তের ঊর্ধ্বে মনে করা।(সুরা মায়েদা: ৩)

৯/ দীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। (সুরা সাজদাহ: ২২)

১০/নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী নির্ধারণ করা ‘তারা আল্লাহকে ছাড়া যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলুন, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছুর সংবাদ দিচ্ছ, যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে।’ (সুরা ইউনুস: ১৮) ‘জেনে রাখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে তারা বলে, “আমরা তো এদের পূজা এজন্যই করি যে, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে।” তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফের আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না।’ (সুরা জুমার: ৩)

লেখকঃ মুফতি আমির হামজা সিদ্দিকী

আরও পড়ুন

Leave a Reply